চবির চলন্ত শাটল থেকে এবার শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেন থেকে এবার এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

রোববার (২৪ এপ্রিল) সকাল আটটার ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সাথে সাথেই এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নন্দিতা দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সবুজ দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সকাল ৮ টার ট্রেন যখন কদমতলী মোড় অতিক্রম করে তখনই পেছনের দ্বিতীয় বগি থেকে এক মেয়ে শিক্ষার্থীর মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এক ছিনতাইকারী। তৎক্ষনাৎ ওই শিক্ষার্থীকে ছিনতাইকারীকে ধরতে চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। যার কারণে আপুটি নিজেকে ব্যালেন্স করতে না পেরে পড়ে যায় এবং মারাত্মক আঘাত পায়।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি এখনো আমাদের জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা এ ধরনের কোন ঘটনার কথা শুনিনি। আমরা খোঁজ নিচ্ছি।’

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!