চবির আবাসিক হল খুলে শাটল ট্রেন চালুর দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের আসন্ন পরীক্ষাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়া ও শাটল ট্রেন চালু করার দাবি জানিয়েছে উদ্দীপ্ত বাংলাদেশ নামের ক্যাম্পাসভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

রোববার (২৯ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্রছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক ও প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের সদস্যরা।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল খান বলেন, শিক্ষার্থীদের সংকটাপন্ন পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রেখে যৌক্তিক ও সময়োপযোগী দাবিগুলোর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন মহৎ ও মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!