চবিতে ৮২ শিক্ষার্থীকে ভর্তি করতে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

উচ্চ মাধ্যমিকে মান-উন্নয়ন পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে না পারা ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক চারটি রিট শুনানি শেষে এই আদেশ দেন।

মেধা তালিকায় থাকা ৮২ শিক্ষার্থী তিনটি ও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী মেধা তালিকায় থাকার পরও ভর্তি প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে পৃথক চারটি রিট করেন।

দুটি রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮২ শিক্ষার্থীর তিন ইউনিটে বিষয় নির্বাচনসহ ভর্তি প্রক্রিয়া শেষ করতে আদালত আদেশ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা এখনও রায়ের সার্টিফাইড কপি হাতে পাইনি। কপি পেলে বিস্তারিত বলতে পারবো।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!