চবিতে ৫০০ পরিবার পেল মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উপহার

সামাজিক দূরত্ব মেনে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় গ্রুপ।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম চত্বরে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়ালের নের্তৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মনিরুল হাসান। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নির্দেশনায় এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চবি শাখার উদ্যোগে দৈনিকভিত্তিক কর্মচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ মোট ৫০০ পরিবারের জন্য আমরা ১০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করেছি আমরা। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই আমরা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি।’

চবি ছাত্রলীগের অর্থ সম্পাদক এস এম জাহেদুল আওয়াল বলেন, এ সময় তিন ফুট দূরত্বে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো জিমনেসিয়ামের সামনের খোলা স্থানে রেখে আসা হয়। এরপর নির্ধারিত ব্যক্তিরা এসে খাদ্যসামগ্রীগুলো নিয়ে যায়। এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!