চবিতে ৪ দফা দাবিতে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ ও স্মারকলিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। পরে তারা উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে একটি স্মারকলিপি দেন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী সব গ্রুপ সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

দাবিগুলো হল-
১. গত ২৯ নভেম্বর শহীদ আব্দুর রব হলে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলায় জড়িতদের গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কার।
২. পুলিশ ও প্রক্টরের গাড়ি এবং ওয়াচ-টাওয়ার ভাংচুরকারীদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্তদের আইনের আওতায় আনা।
৪. বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করা ও ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা।

চবিতে ৪ দফা দাবিতে ছাত্রলীগের একাংশের বিক্ষোভ ও স্মারকলিপি 1

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক সহ-সভাপতি মনসুর আলম, আব্দুল মালেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাবেক উপ-সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল, সাবেক উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়, মোহাম্মদ পারভেজ প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!