চবিতে সেরা সাংবাদিকতার পুরস্কার পেলেন চট্টগ্রাম প্রতিদিনের তুহিনসহ তিনজন

ক্যাম্পাস সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তিনজন সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। এতে অনুসন্ধানী প্রতিবেদক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মিনহাজ তুহিন।

চবিতে সেরা সাংবাদিকতার পুরস্কার পেলেন চট্টগ্রাম প্রতিদিনের তুহিনসহ তিনজন 1

এছাড়া অ্যাকটিভ সাংবাদিক ক্যাটাগরিতে বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মোহাম্মদ আজহার ও ফিচার ক্যাটাগরিতে দৈনিক আজাদীর চবি প্রতিনিধি ইমাম ইমু সেরা সাংবাদিক নির্বাচিত হন।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এর আগে বেলা ১১টায় চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না বার্ষিক প্রতিবেদন ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. শহিদুল হক, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, চবিসাসের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাহাব উদ্দিন নিপু, হামিদ উল্লাহ, খলিলুর রহমান, ওমর ফারুক, সুজন ঘোষ, হুমায়ুন মাসুদ, ফারুক আব্দুল্লাহ, সৈয়দ বাইজিদ ইমন, সাবেক সাধারণ সম্পাদক সবুর শুভ, তাসনীম হাসান, জোবায়ের চৌধুরী, সাবেক সহ-সভাপতি মাসুদ ফরহান অভি প্রমুখ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!