চবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা এখনই বন্ধ হচ্ছে না

করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার

দেশব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

সবকিছু যথানিয়মেই চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও কোন চিন্তাভাবনা করি নাই। আমাদের এখানে সংক্রমণ উর্ধমুখী না। আমরা যদি এত তাড়াতাড়ি বন্ধ করে দিই, তাহলে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাক, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় সিদ্ধান্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অনলাইনে চলবে ক্লাস।

এ দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, করোনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সশরীরে ক্লাস-ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ইউজিসির কাছে সরকারের পক্ষ থেকে কোন ধরনের দিকনির্দেশনা আসেনি।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!