চবিতে শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নাম ভাঙিয়ে এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সভাপতির ভয় দেখিয়ে প্রাণনাশেরও হুমকিও দেয়া হয়েছে।

এ ঘটনায় রবিবার (১৫ সেপ্টেম্বর) ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহাম্মদ উল্লাহ রাব্বী।

অভিযোগ পত্রে ওই শিক্ষার্থী জানান, ‘মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌঁনে ১০টার দিকে টিউশন থেকে ফেরার সময় আইন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদাফ কবীরের নেতৃত্বে অর্থনীতি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শাওন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের রমজান হোসাইন, ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের রাসেল ও একই শিক্ষাবর্ষের সমুদ্রবিজ্ঞান বিভাগের রিফাত ও মোহনসহ অজ্ঞাত আরও ৮-৯ জন কিছু ছাত্রলীগ কর্মী তার উপর আতর্কিত হামলা চালায় ও মানিব্যাগে থাকা ৩ হাজার ২৫৭ টাকাসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নেয়।’

রাব্বী আরও জানান, ‘এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা ছাত্রলীগের সভাপতির ভয় দেখিয়ে তার ছাত্রত্ব বাতিল ও প্রাণনাশেরও হুমকির দেয়। সে এখন ছিনতাই হওয়া জিনিসপত্র ফেরত চাই এবং মারধরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আর আমার নাম ভাঙিয়ে কারও অপরাধ করার সুযোগ নেই। সভাপতি হিসেবে আমি বিশ্ববিদ্যালের সব ছাত্রের অভিভাবক।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!