চবিতে মেয়ের ভর্তি পরীক্ষায় এসে শাটল ট্রেনেই বাবার মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীর বাবা হিট স্ট্রোকে মারা গেছেন।

চবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘সি ইউনিটের’ ভর্তি পরীক্ষার দিনে ক্যাম্পাস থেকে শহরে ফেরার পথে এই অভিভাবক শাটল ট্রেনেই মারা গেছেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মৃণাল দাশ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃণাল দাশ সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, মৃণাল দাশের মেয়ে তিন্নি দাশ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষে শহরে ফেরার উদ্দেশে শাটল ট্রেনে উঠলে মৃণাল দাশ অসুস্থবোধ করেন। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মৃণাল দাশকে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, মেডিকেল সেন্টারে আনার আগেই মৃণাল দাশ স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পরীক্ষা শেষ হলে শাটল ট্রেনে মেয়েকে নিয়ে ট্রেনে উঠেন মৃণাল দাশ। ট্রেনে খুব বেশি জ্যাম থাকায় বয়স্ক মানুষটি মাথা ঘুরে পড়ে যান। তখন সবাই মিলে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মেয়েটিকে বিশেষ বিবেচনায় ভর্তির জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!