চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না, পরীক্ষা পূর্বের নিয়মেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। একই সাথে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে না হয়ে আগের নিয়মেই হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। অর্থাৎ যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাই অংশ নিতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাসও পূর্বের মতো থাকবে।’

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার জন্য ইউজিসি থেকে চিঠি পাঠানো হয়। একই সাথে চিঠিতে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার বিষয়েও বলা হয়েছে।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!