চবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫, শাটল ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল দখলকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়াতে ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন, ইসলাম শিক্ষা বিভাগের (১০-১১ শিক্ষাবর্ষ) ছাত্র মো. ইলিয়াছ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (১৬-১৭ শিক্ষাবর্ষ) ওবায়দুর রহমান লিমন, লোক প্রশাসন বিভাগের (১৮-১৯ শিক্ষাবর্ষ) নিলয় হাসান, পরিসংখ্যান বিভাগের (১০-১১ শিক্ষাবর্ষ) মাহফুজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের (১৭-১৮ শিক্ষাবর্ষ) প্রিয়াম রায় প্রান্ত।

বিবাদমান দুই গ্রুপের (সিএফসি ও বিজয়) নেতাকর্মীরা প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অনুসারী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।

শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সোহরাওয়ার্দী হলে সিএফসি গ্রুপের কর্মীদের রুম দখলে নেয় বিজয় গ্রুপের কর্মীরা। এ সময় তারা হল থেকে বিতাড়িত হয়। পরে শনিবার রাতে সিএফসি গ্রুপের কর্মীরা তাদের রুম ফের দখলে নিলে দুই গ্রুপে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিজয় গ্রুপকে সোহওয়ার্দী হল থেকে বিতাড়িত করে আলাওল হলের দিকে সিএফসি গ্রুপ ধাওয়া দেয়। এ সময় সিএফসি গ্রুপ আলাওলের সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষ চলাকালে প্রক্টরিয়াল বডির কোনো সদস্যই ঘটনাস্থলে ছিলেন না। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী মুঠোফোনে বলেন, ‌‘আমি শহরে। তবে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘ইলিয়াস হিযবুত তাহেরীর সঙ্গে যুক্ত এবং কিছু দিন আগে শাটল ট্রেনে পোস্টার লাগানোর কাজে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় অস্ত্র ঠেকিয়ে নেতাকর্মীদের হুমকি ধমকি দিতেন। রাতে হলে ছাত্রলীগ কর্মীদের অস্ত্র ঠেকালে তাকে প্রতিহত করেন। কমিটির শুরু থেকে তিনি ঝামেলা করে আসছেন। ইলিয়াস ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না। তাকে আমরা দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি।’

শাটল ট্রেন চলাচল বন্ধের বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘সকালে কে বা কারা কদমতলী থেকে শাটল ট্রেনের এক চালককে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় সকাল থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ আছে।’

হাসান/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!