চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

পূর্ব ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে। রেজাউল হক রুবেলের অনুসারী গ্রুপ ও সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের অনুসারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সোহরাওয়ার্দী হল মোড়ে ছড়িয়ে পরে।

আহতরা হলেন গনিত বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুইডেন, ইসলাম শিক্ষা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ জাহিদ, ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াদ, গণিত বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিম সাদমান, রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১টার দিকে শহীদ আবদুর রব হলে বিপুলের অনুসারী কর্মীদের সাথে রুবেলের কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এ. এফ রহমান, আলাওল ও সোহরাওয়ার্দী হলের কর্মীরা জড়ো হয়ে সোহরাওয়ার্দী হলের সামনে এবং রুবেলের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। এসময় দুই পক্ষে ধাওয়া পাল্টা ও ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ হয়।

দুইদল পরস্পরকে কাচের বোতলও নিক্ষেপ করে। পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে সহকারী প্রক্টর হানিফ মিয়া রব হল থেকে মেডিকেল সেন্টারে যাওয়ার পথে পরিবহন দপ্তরের সামনে তার গাড়িতে হামলার চেষ্টা করে ছাত্রলীগের বিবদমান একটি পক্ষের কর্মীরা।
যদিও কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার রাতে শহীদ আবদুর রব হলে টিভি রুমে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মীমাংসাও হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তবে ছাত্রলীগের দুই পক্ষের নেতাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!