চবিতে ইতালিফেরত শিক্ষক, ক্যাম্পাসজুড়ে করোনা আতঙ্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক দীর্ঘ ৫ বছর ইতালিতে পিএইচডি গবেষণা শেষ করে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। ইতালিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ে যোগদানের সময় কোনো রকম স্বাস্থ্যপরীক্ষা করেননি। ফলে ক্যাম্পাসজুড়ে দেখা দিয়েছে করোনা ভাইরাস আতঙ্ক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ তিনি ইতালি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরেন। গত ৮ মার্চ তিনি যে বিভাগের শিক্ষক ওই বিভাগের সভাপতি বরাবর যোগদানপত্র জমা দেন। বিভাগীয় সভাপতি এই যোগদানপত্র রেজিস্ট্রার বরাবর পাঠিয়ে দেন। কিন্তু ইতালিফেরত এ শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা না করেই যোগদানের সুযোগ করে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদজুড়ে শুরু হয় আতঙ্ক।

চবির কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ওই শিক্ষক কয়েকদিন ধরে রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, গণিত বিভাগসহ বেশ কিছু বিভাগের সেমিনারে যাতায়াত করেন। তিনি বিমানবন্দরে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হননি বলেও তার সহকর্মীদের জানিয়েছেন।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‌‘ইতালিজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে একজন শিক্ষক এসে কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই যোগদান করলেন। স্যারের স্বাস্থ্য পরীক্ষা করার দরকার ছিল।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলের একজন ডেপুটি রেজিস্ট্রার বলেন, ‘গত ৮ মার্চ ওই শিক্ষক বিভাগে যোগদান করেছেন। এ সময় স্বাস্থ্য সংক্রান্ত কোনো ছাড়পত্র বা কাগজপত্র যোগদান পত্রে সংযুক্ত ছিল না। যদিও শিক্ষা ছুটি থেকে কোনো শিক্ষক ফিরে এসে যোগদান করলে স্বাস্থ্য সংক্রান্ত ছাড়পত্র লাগে না। কিন্তু এ ধরনের বিশেষ পরিস্থিতিতে সরকারিভাবে ছাড়পত্র নেওয়ার ব্যবস্থা থাকা জরুরি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, ‘আমরা ইতালিফেরত এক শিক্ষকের যোগদানের বিষয় জানতে পেরেছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে দিয়েছি। ওই শিক্ষককে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা কিছু প্রস্তাবনাও দিয়েছি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!