চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া-আনোয়ারা এলাকায় আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে।

আহতরা হলেন মোটর সাইকেল আরোহী মো. সেলিম উদ্দিন (৪৫)। তিনি চন্দনাইশ চৌধুরী পাড়ার শমসুর রহমানের পুত্র। মো. আনোয়ার হোসেন (৪০)। তিনি একই উপজেলা হারলা এলাকার আবুল বশরের পুত্র। আবু বকর সিদ্দিক (৬০)। তিনি একই এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র। আবদুস সাত্তার (৬০)। তিনিও একই এলাকার মৃত ছুরুত আলীর পুত্র।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ মরিদুল আলম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর একজনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. মোজাম্মেল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ মরিদুল আলম সড়কে দ্রুতগামী সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা ও মোটরসাইকেল আটক করা হয়েছে।’

সংক্ষুব্ধ যে কেউ এ ঘটনায় মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!