চন্দনাইশে সুপ্রভাত বৈলতলীর ত্রাণ সহায়তা

ভারী বৃষ্টি ও সঙ্গু নদীর পানিতে সৃষ্ট ভয়াভহ বন্যায় চন্দনাইশে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাবার ও ত্রাণ সহায়তা করেছে দক্ষিণ চট্টগ্রামের সংগঠন সুপ্রভাত বৈলতলী। মঙ্গলবার (১৬ জুলাই) বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৩০০ পরিবারকে খাবার ও নাথ পাড়া-জেলে পাড়ার ১০০ পরিবারকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার আবুল হোসেন, সংগঠনের সভাপতি বাবু জনি বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, রিজুয়ান ফেরদৌস, ছাদেক মির্জা, হেফাজুর রহমান জিয়া, এমরান বিন আমান, তৌহিদুল ইসলাম, ফয়সাল বিন আনোয়ার, আব্দুল মান্নান, আরিফুল ইসলাম আরিফ, আশেক এলাহী, মিজান মির্জা, কলিম, মির্জা, মোস্তফা মির্জা, সোহেল, ইমন, জাশেদ, ইসমাঈল, মিজান, তৌহিদ,তাহের, হাসান ও এরশাদ।

এ সময় বক্তারা বলেন, এবারের বন্যায় চন্দনাইশ ও সাতকানিয়ায় করুণ পরিস্থিতি সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার মানুষ। তাই বক্তারা সমাজের বিত্তানদের পাশাপাশি জনপ্রতিনিধিদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!