চন্দনাইশে শুক্লাম্বর দীঘির পুণ্যস্নান ও মেলা রোববার

চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি পীঠ মন্দিরে পুণ্যস্নান ও মেলা রোববার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

উত্তরায়ণ সংক্রান্তির এ পুণ্যতিথিতে সারাদিনব্যাপী থাকবে নানা আয়োজন। এরমধ্যে দীঘিতে স্নান, পূজা, ভোগ অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দিরের আশপাশের এলাকাজুড়ে বড় আকারে মেলা বসবে।

এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে ইতোমধ্যে সাধু-সন্ন্যাসীরা মন্দিরে সমবেত হয়েছেন। রোববার এই পুণ্যস্নান ও মেলায় লাখো ভক্তের সমাগম হতে পারে বলে জানিয়েছে শুক্লাম্বর দীঘি মেলা কমিটি।

অনুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন কমিটির সভাপতি বরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদ আলম টিটু ও সাধারণ সম্পাদক অমর কান্তি ভট্টাচার্য্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!