চন্দনাইশে শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

চন্দনাইশে শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন 1নুরুল আলম,চন্দনাইশঃ চন্দনাইশে শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ জানুয়ারি(মঙ্গলবার) উপজেলা সদরে মানব বন্ধন করেছে।মাধ্যমিক বিদ্যালয়ও কলেজের শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নেয়। সকাশ ১১টা হতে ১টা পর্যন্ত স্থায়ী মানব বন্ধন কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দরা তাদের কর্মসূচির সমর্থনে বক্তব্য রাখেন।

 

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিজন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বাকশিসের জেলা সহ সভাপতি অধ্যক্ষ আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক শিব প্রসাদ,বাকবিশিস নেতা অধ্যক্ষ আবুল মনছুর হাবিব,বাশিস নেতা বিষ্ঞু যশা চক্রবতী,প্র/শিক্ষক প্রমোদ বড়–য়া,বিজয়ানন্দ বড়–য়া,জাফর আহমদ প্রমূখ বক্তব্য রাখেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচরীদেও ন্যায় ৫% বাষিক প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা,বাড়িভাতা, চিকিৎসা ভাতা,কল্যান ট্রাষ্ট্ও অবসর সুবিধা বোর্ড এর পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালু,জিডিপির ৬% এবং জাতীয় বাজেটের ২০% বরাদ্দ রাখা এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবি সম্বলিত স্মারক লিপি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে পেশ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!