চন্দনাইশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের খসড়া তালিকা প্রকাশ

নুরুল আলম, চন্দনাইশ : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই শেষে ৪৫ জনের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

বাছাই কমিটি সূত্রে জানা যায়, চন্দনাইশে বিগত সময়ে মুক্তিযোদ্ধা তালিকায় ১৯৫ জনের নাম অন্তভূক্ত ছিল এবং সরকারি প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছিল। বর্তমান সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই-বাছাই করার জন্য এক প্রজ্ঞাপন জারি করেন। তারই পেক্ষিতে চন্দনাইশ উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গত ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চন্দনাইশ পৌরসভা ও ৯ ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। চন্দনাইশ উপজেলায় অনলাইন, ডাটা বেইজ ও গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা তালিকা হইতে মোট ১৬৪ টি আবেদন পায়। তবে শুনানীতে উপস্থিত ছিলেন ১২৭ জন। তৎমধ্যে ৪৫ জনের আবেদন সর্বসম্মতিক্রমে গৃহিত হইলেও দ্বিধাবিভক্তি সিদ্ধান্তে রয়েছে ২৪ জন এবং আবেদন সর্বসম্মতিক্রমে না-মঞ্জুর হয়েছে ৫৮ জনের এবং অনুপস্থিত ছিল ৩৭ জন। প্রজ্ঞাপন অনুযায়ী যে সকল মুক্তিযোদ্ধা খসড়া তালিকায় তালিকাভূক্ত হতে পারেননি তারা ফলাফল প্রকাশের ১৫দিনের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)/যথাযথ কতৃপক্ষ বরাবরে অভিযোগ উত্থাপন করতে পারবেন। চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা কমন্ডার জাফর আলী হিরু, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য তপন বড়–য়া, মুবিম’র প্রতিনিধি সদস্য আব্দুল মালেক, জামুকার প্রতিনিধি সদস্য এম.এ মজিদ, জেলা কমান্ডারের প্রতিনিধি সদস্য সেকান্দার আলম চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!