চন্দনাইশে বর্ণাঢ্য র‌্যালী

চন্দনাইশে বর্ণাঢ্য র‌্যালী 1চন্দনাইশ প্রতিনিধিঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের স¦ৗকৃতি দেয়ায় দেশের অন্যান্য স্থানের ন্যায় চন্দনাইশে ও কর্মসূচী পালিত হয়েছে।এ’ উপলক্ষে সকাল ১০টায় এক র‌্যালী চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে ফিরে আসে।

র‌্যালীতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সরকারী-বে-সরকারী উচ্চ বিদ্যালয়,কলেজের শিক্ষক,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারী,কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,চন্দনাইশ থানা পুলিশ,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের,কৃষকলীগ,শ্রমিক লীগের কর্মী নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। হাতে জাতীয় পতাকা , বঙ্গবন্ধুর বিভিন্ন উক্তি সম্বলিত ফেষ্টুন,ব্যানার এবং বাদ্য বাজনা সহকারে র‌্যালীটি এক প্রাণবন্ত আনন্দ উদ্দীপনা সৃষ্টি করে। র‌্যালী ও সমাবেশ মিলে চন্দনাইশ সদরে এক আনন্দ উৎসব রূপ নেয়।বর্ণাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। র‌্যালী শেষে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী,সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ প্রশাসনের পক্ষে তদন্ত কর্মকর্তা দীপংকর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগ নেতা আহসান ফারুক প্রমূখ বক্তব্য রাখেন। সভার অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাওসার। শেষে মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচিত্র ‘ওরা ১১জন’ প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!