চন্দনাইশে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের চন্দনাইশে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফুটপাত থেকে এসব স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা।

জানা গেছে, চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ার, হাজারী বাজার, শহীদ বজলুর রহমান সড়ক ও শঙ্খ নদী ব্রিজ সংলগ্ন রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দোকানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে তুলা হয়েছে। এসব স্থাপনার কারণে মহাসড়কে নিত্য যানজট লেগেই থাকে।

মহাসড়কের যানজট নিরসনের জন্য এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!