চন্দনাইশে আশ্রায়ন প্রকল্পে হামলা-ভাংচুর

চন্দনাইশে আশ্রায়ন প্রকল্পে হামলা-ভাংচুর 1নুরুল আলম, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলা ধীন কাঞ্চননগর আশ্রায়ন আবসন প্রকল্পে সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। হামলায় প্রকল্পের বাসিন্দা আহত ও বাড়ী ঘরের জিনিসপত্র ভাংচুর হয়েছে।
জানা যায়, জোয়ারা ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ সেলিমের নেতৃত্বে ১০/১৫ জন লোক প্রকল্পে অবস্থিত বাসিন্দাদের আহত করে ও তাদের বাড়ী ঘরের জিনিস পত্র ভাংচুর করে। ২৮মে বিকাল ০৪.০০ টার দিকে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারকে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আহত ব্যক্তিরা হল- সাদেকুর রহমান (২৯), তোফায়েল আহমদ, কালাম, আজিজ, নূর নাহার বেগম, বেগমা খাতুন, দিলুয়ারা বেগম, নূর নাহার বেগম (২)। এদের মধ্যে সাদেকুর রহমান চোখে গুরুতর আহত অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপে¬ক্রো চিকিৎসাধীন আছে। যাওয়ার সময় সন্ত্রাসীরা কোথাও অভিযোগ করলে প্রানে খুন করিবে মর্মে প্রকাশ্যে হুমকি দেয়। বর্তমানে আশ্রায়ন প্রকল্পের লোকজন আতংকে ও উদ্বেগে আছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!