চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে ২ দিনব্যাপী মহোৎসব শুরু শনিবার

চট্টগ্রামের চন্দনাইশের শুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমের (হরিমন্দির) উদ্যোগে দু’দিনব্যাপী মহোৎসব শনিবার (২৮ জানুয়ারি) শুরু হচ্ছে।

শ্রীমন্ মহাপ্রভুর একনিষ্ঠ পার্ষদ শ্রী অদ্বৈত প্রভুর ৫৯০তম জন্মতিথি উপলক্ষে মন্দিরের পক্ষ থেকে ৪৫তম অষ্টপ্রহরব্যাপী এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

শনিবার মহোৎসবের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এদিন সকালের পূজা ও ভোগ, বিকাল ৩টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যা ৬টায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ জানুয়ারি) ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞ শুরু হবে। সকালে পূজা ও ভোগের আয়োজন করা হয়েছে। এছাড়া দুপুর ১টা ও রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সোমবার (৩০ জানুয়ারি) ঊষালগ্নে নাম কীর্তন সহকারে নগর পরিক্রমা ও নামযজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হবে।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি অজিত শীল দুলাল, সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস ও অর্থ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!