চট্টগ্রাম-৮ থেকে মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপির সুফিয়ান

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর লাভলেইনের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান খানের হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির একক প্রার্থী হিসাবে আবু সুফিয়ানের মনোনয়ন চূড়ান্ত করে চিঠি তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন আবু সুফিয়ান। তিনি বর্তমানে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম জমাদানের সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খানসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!