চট্টগ্রাম হয়ে ভাসানচরে গেলেন আরও ১ হাজার ১১ রোহিঙ্গা

আরেক দফায় এক হাজার ১১ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে গেল। এ নিয়ে সাড়ে নয় হাজার রোহিঙ্গা স্থানান্তরিত হলো ভাসানচরে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি জাহাজে রওনা দেন এই এক হাজার ১১ জন রোহিঙ্গা।

জানা যায়, তাদের সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে চট্টগ্রাম আনা হয়। নৌবাহিনীর তত্ত্বাবধানে বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাতযাপনের পর তাদের জাহাজে তোলা হয়।  
নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও ৯০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে।

১৩ হাজার একর আয়তনের ভাসানচরে ১২০টি অত্যাধুনিক পরিবেশবান্ধব গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করেছে নৌবাহিনী।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!