চট্টগ্রাম স্টেশনে ইঞ্জিনের সাথে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগির সংঘর্ষ

রেলওয়ে মার্শালিং ইয়ার্ড হতে পরিস্কার হয়ে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির সাথে সংঘর্ষ হয় মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের। আঘাতের কারণে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি তিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৫এপ্রিল) দুপুর ১২টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চল টাইগারপাস মার্শালিং ইয়ার্ড মূলগেইটে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের চালকের ভুলের কারনে দুর্ঘটনা ঘটে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। দুর্ঘটনা ফলে মহানগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২ টায় পরিবর্তে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ত্যাগ করে।

দুর্ঘটনার কারণে মেঘনা এক্সপ্রেসের লোকো মাস্টার (এলএম) ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেসের বগি ওয়াস ফিড থেকে পরিস্কার করে টাইগারপাস মার্শালিং ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনে আসছিল। অপর দিকে চট্টগ্রাম স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি পরিস্কার করার জন্য ইয়ার্ডে প্রবেশ করার সময় মেঘনা বগি বহনকারী ইন্জিন (২২১৪) সজোরে মহানগরের বগিতে আঘাত করে। ফলে মহানগরের তিনটি কোচ (৬৪০১,৬৪০৪, ৬৫১৩) ক্ষতিগ্রস্ত হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে একজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেই। সামান্য বিলম্ব ছাড়া সব কিছু ঠিক ঠাক চলছে।’

জেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!