চট্টগ্রাম-সিলেট রুটে প্রথম ফ্লাইট উড়াবে বাংলাদেশ বিমান ১৭ মার্চ

সপ্তাহে দুই দিন চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ১৭ মার্চ এ ফ্লাইট উদ্বোধন করা হবে।

সোমবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘১৭ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দুটি পাতা, একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরী হবে।’

তিনি জানান, ‘চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বাংলাদেশ বিমানের মোবাইল এ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য www.biman-airlines.com অথবা ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে এ যোগাযোগ করতে পারবে।’

তবে মাত্র আট দিন পর ফ্লাইট চালু করলেও এখন পর্যন্ত সপ্তাহে কোন দুই দিন ওই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে তা নির্ধারণ করতে পারেনি বাংলাদেশ বিমান।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!