চট্টগ্রাম সিটি করপোরেশনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ পুলিশের

বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল হাসান। সোমবার (২৭ মে) বিকালে বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কার্যালয়ের হালদা সম্মেলন কক্ষে ‘বায়ু দূষণ’ শীর্ষক মত বিনিময়কালে তিনি এ অভিযোগ তোলেন। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

মো. কামরুল হাসান বলেন, ‘বন্দর এলাকায় সিটি করপোরেশন খোলা ডাম্পিং স্টেশন আছে। এতে এ এলাকায় বায়ু দূষিত হচ্ছে। পুরো দেশটাই ধুলা! রাস্তার কাজে ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে। এ দূষণ রোধে সিটি করপোরেশন ভূমিকা রাখতে পারে। যে সব রাস্তায় কাজ হচ্ছে, সেখানে সিটি করপোরেশন পানি ছিটাতে পারে। আদালতের নির্দেশনা থাকা সত্বেও সিটি করপোরেশন এ কাজটি করছে না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বন্দর এলাকায় ফুটপাত বন্ধ করে বর্জ্য অপসারণের করছে চসিক। ফুটপাত বন্ধ করে কেন বর্জ্য অপসারণ? দিনের বেলায় বর্জ্য অপসারণে দূষিত হচ্ছে বাতাস। সিটি করপোরেশনের অব্যবস্থাপনায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।’

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ হাসান রেজা বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। মেয়র মহোদয় দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়েছেন। আস্তে আস্তে পরিবর্তন আসবে।’

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তার সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক মো. নুরুল্লা নূরী, সিএমপির বায়েজিদ থানার পুলিশ কর্মকর্তা পরিত্রাণ তালুকদার, চসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী প্রমুখ।

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!