চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর কাছে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যাত্রীসহ স্বর্ণগুলো জব্দ করেছে। পরে সেটি বিমানবন্দরে কাস্টমস শাখাকে হস্তান্তর করে দেয়া হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার মো. সোহেল (২৮) নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর একজন কর্মকর্তা জানান, ২৬টি স্বর্ণের বার, ৬টি গলানো গোল্ড পাত, ৩টি গোল্ড পিন্ডো, ৫টি হাতের বালা, ১টি নেকলেসসহ কিছু গহনা জব্দ করা হয়েছে। পরে সে গুলো বিমানবন্দরের কাস্টমস শাখাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাস্টমস আইনগত সব ব্যবস্থা গ্রহণ করবেন।

এএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!