চট্টগ্রাম রেল স্টেশনে টিকিটসহ কালোবাজারি আটক

চট্টগ্রাম রেল স্টেশনে টিকিটসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শনিবার (২ জুলাই) দুপুর ২টায় নতুন রেল স্টেশন এলাকায় চড়া দামে ট্রেনের টিকিট বিক্রির সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আব্দুর রহমান (৩০)। তার বাবার নাম ইউনুস আলী। তার কাছ থেকে মহানগর গোধূলির ৫টি টিকিট জব্দ করা হয়।

চট্টগ্রাম স্টেশন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সালামত উল্লাহ বলেন, ‘ঈদে টিকিট কালোবাজারির একটি চক্র চড়া দামে বিভিন্ন ট্রেনের টিকিট বিক্রি করছিল। গোপন সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে।’

আটক কালোবাজারির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাহিনীর কমান্ড্যান্ট (সদর) সত্যজিৎ দাশ বলেন, ‘ঈদে টিকিট কালোবাজারির দৌড়াত্ম্য বন্ধে ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও আরএনবির কর্মকর্তারা নিয়োজিত আছেন।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!