চট্টগ্রাম মেডিকেলে ৪ দালালকে ধরলো ওয়ার্ড মাস্টার

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ওয়ার্ড থেকে চার দালালকে আটক করেছে হাসপাতালের ওয়ার্ড মাসর কামরুজ্জামান। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জুয়েল নগরের জেনেটিক ল্যাব নামক একটি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে।

বাকি ৩ জন হলেন, মোরশেদ আলম বাবু (৪১), মো. জিসান (২৪), মো. ফরহাদ।

চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জুয়েলসহ আটককৃত দীর্ঘদিন ধরে গাইনী ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর বিভিন্ন টেস্ট বাইরের ল্যাবে করাতে নিয়ে যেত। রোগীর স্বজনদের বোঝাতো, কমদামে পরীক্ষাগুলো করিয়ে দিবে।

জুয়েল এখন পুলিশ হেফাজতে আছে বলে জানান নুরুল আলম আশেক।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!