চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দিতে দিতেই প্রাণ গেল ডাক্তারের

প্রতিদিনের মত নিজের কর্মস্থল চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন ডা. সাইফ উদ্দীন আহমেদ। সেই কর্মস্থলেই নিজের প্রাণ হারালেন তিনি। হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেলের ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দীন আহমেদ (৪০)।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের ১২ নম্বর হৃদরোগ বিভাগে তিনি মারা যান। এর আগে নিজ ওয়ার্ডে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন সাইফ উদ্দীন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সাইফ উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেলের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন।

ডা. সাইফ উদ্দীন চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৪৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ছাত্র অবস্থায় সক্রিয় ছিলেন ছাত্রলীগের রাজনীতিতেও।

কর্মজীবনেও ছিলেন ডাক্তারদের পেশাজীবী সংগঠন বিএমএ’র সেন্ট্রাল কাউন্সিলর।

সাইফ উদ্দিনের এমন মৃত্যুতে হঠাৎ শোকের ছায়া নেমে আসে চট্টগ্রাম মেডিকেলে। বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসকরা এসে ভিড় জমাতে থাকেন ১২ নম্বর হৃদরোগ বিভাগে।

বাদ মাগরিব চট্টগ্রাম মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!