চট্টগ্রাম মেডিকেলে ‘চাঁদা না পেয়ে’ ইন্টার্ন ডাক্তারদের ভাঙচুর অ্যাম্বুলেন্স চালকদের সমিতিতে

নওফেল সমর্থিত ইচিপ নেতাদের দিকে অভিযোগের তীর

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের অস্থায়ী কার্যালয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নেতাদের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। ইচিপ চিকিৎসকদের দাবি অনুযায়ী, মাসোহারা দিতে রাজি না হওয়ায় এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করছেন অ্যাম্বুলেন্স চালকরা। তবে হামলার অভিযোগ স্বীকার করে নিলেও ইচিপের তরফ থেকে বলা হয়েছে, রোগীদের হয়রানির বিরুদ্ধে কার্যক্রমের অংশ হিসেবে তাদের সেখান থেকে তুলে দিয়ে চেয়েছেন তারা।

বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ইচিপের কয়েকজন মিলে হাসপাতালের বাইরে এম্বুলেন্স চালকদের সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অতর্কিত ভাংচুর চালান বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশ না করার শর্তে একজন অ্যাম্বুলেন্স চালক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ইচিপের লোকজন তাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছিল। চাঁদাও চেয়েছে, আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ধ্যায় হঠাৎ এসে আমাদের লাইন চালানোর জন্য যে কাউন্টার সেটা ভেঙে দিয়ে গেছে।’

এই বিষয়ে জানতে চাইলে অ্যাম্বুলেন্স চালক সমিতির সাধারণ সম্পাদক আমান বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে। কয়েকজন দুর্বৃত্ত এসে ভাংচুর করেছে।’

তবে কার কেন এই হামলা করেছে সেই বিষয়ে কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি আমান।

এই বিষয়ে জানতে চাইলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি কেএম তানভীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তারা হাসপাতালের ভেতর সিন্ডিকেট করে রোগীদের হয়রানি করছিল। এসব নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি আছে। তো, আমরা এসব বিষয়ে পরিচালককে জানিয়েছিলাম। তিনি তাদের কার্যক্রম বন্ধও করে দিয়েছেন। পরে তারা আবার পরিচালকের সাথে দেখা করেছেন। পরিচালক তাদের হাসপাতালের বাইরে অফিস করে কাজ করার অনুমতি দিয়েছেন। ৪ জন সার্জনকে দায়িত্বও দিয়েছেন নীতিমালা করে দেওয়ার জন্য। তারা নীতিমালা মানছিল না। তারা সেখানে থেকেও একইভাবে এসব করে আসছিল।’

এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ৪ জনের মধ্যে ইচিপের কেউ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক জবাব দেন।

এটি ইচিপের দায়িত্বের মধ্যে পড়ে কিনা কিংবা পরিচালকের সাথে এই বিষয়ে তারা আলোচনা করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তানভীর বলেন, ‘আমরা রোগীদের স্বার্থে চমেকে বিভিন্ন অনিয়মের সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) নামের এই সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন চমেকে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন নামে ইন্টার্ন ডাক্তারদের একটা সংগঠন থাকলেও সম্প্রতি ‘ইচিপ’ নামে ভিন্ন আরও একটি সংগঠন যাত্রা শুরু করে। ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন সংগঠনটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবালের অনুসারীদের। ফয়সাল আবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী। অন্যদিকে ইচিপের নেতারা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!