চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৩ স্কুলছাত্র আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা ফতেপুর গ্রামে।

ভুক্তভোগী মাস্টার্সের ছাত্রী জানান, ক্যাম্পাসে হাঁটার সময় সিএনজি থেকে তাকে উদ্দেশ্য করে তিন স্কুলছাত্রসহ কয়েকজন চিৎকার করে। পরে সিএনজি থামিয়ে তারা উত্ত্যক্ত করে।’

প্রত্যক্ষদর্শী বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিটিউটের ছাত্র আমানুল্লাহ বলেন, ‘ভুক্তভোগী আপু দক্ষিণ ক্যাম্পাসের দিক থেকে জিরো পয়েন্টে আসছিলেন। আর ছেলেগুলো একটা সিএনজিতে ওদিকে যাচ্ছিল। শিক্ষক ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে ওই আপুকে তারা উত্ত্যক্ত করে।’

তিনি আরও বলেন, ‘আমি জিরো পয়েন্টে ছিলাম। চিৎকার শুনে মোটরসাইকেল নিয়ে তাদেরকে তাড়া করি। বাকি চার জন পালিয়ে গেলেও আমি দুই জনকে ধরতে সক্ষম হই। পরে তাদের একজন আত্মসমর্পণ করে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটককৃত তিনজনকে আমরা তাদের অভিভাবক ও স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাতের জন্য এই মর্মে ছেড়ে দিয়েছি তারা সিএনজি চালকসহ বাকিদের আজ (মঙ্গলবার) আমাদের কাছে নিয়ে আসবে। তাদের অভিভাবক ও স্থানীয় এক ব্যক্তি এই সংক্রান্ত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে। আজ এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!