চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

একমাস বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে। একই দিন ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির সকল বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। তবে ক্লাস, পরীক্ষা ও দাফতরিক সভা ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এছাড়া শিক্ষার্থীদের টিকার সনদ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পূর্ব ঘোষিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!