চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাজিরহাট ও দোহাজারী রুটে তিন জোড়া ট্রেন বন্ধ

লোকো মাস্টার এবং সহকারী সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাজিরহাট ও দোহাজারী রুটে ৩ জোড়া কমিউটার ট্রেন সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ছাড়াও দেশের আরও সাতটি কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত বন্ধের সিদ্ধান্ত দিয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী দপ্তর থেকে ৩ জোড়া কমিউটার ট্রেন বন্ধে আদেশ আসে। বুধবার থেকেই এ আদেশ কার্যকর হবে।

জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে থেকে কমিউটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাজিরহাট ও দোহাজারি রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। চালক সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কন্ট্রোল আদেশে (তার বার্তায়) উল্লেখ করা হয়। এলএম, এএলএমদের দাবী অনুযায়ী মাইলেজ সুবিধা না দেওয়ায় (ওভার টাইম) তারা ৮ ঘন্টার অতিরিক্ত কাজ করছে না।যার প্রেক্ষিতে বুধবার সকাল থেকে রেলের পণ্য পরিবহনেও সংকট দেখা দিবে।

এদিকে দুপুর থেকে সিজিপিওয়াই বন্দর হতে চলাচল করেনি ট্রেন।

চাঁদপুর প্রকল্পে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা পরিদর্শনে গেলে লাকসাম স্টেশনে ৮ ঘণ্টা
অতিরিক্ত ডিউটি করতে অসম্মতি জানায় কর্মকর্তাদের বহন করা লোকো মোটিভ মাস্টার (ড্রাইভার)।

এছাড়া চট্টগ্রাম ছাড়াও লালমনিরহাট-শান্তাহার, ঢাকা-নারায়নগঞ্জ(সকাল), ঢাকা-নারায়ণগঞ্জ (দুপুর),ঢাকা-নারায়ণগঞ্জ (বিকেল), ঢাকা-নারায়ণগঞ্জ (রাত) কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!