চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক গাছ লাগালো ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ লাগিয়েছে শাখা ছাত্রলীগের আরএস (রড সিগন্যাল) গ্রুপের নেতাকর্মীরা। এই অংশটি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকআ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালের সামনে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর শহীদুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আরএস গ্রুপের নেতা রকিবুল হাসান দিনার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়নের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবাইকে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্মসূচি। ভবিষ্যতে আমরা আরও গাছ লাগাবো। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা করতে সবার গাছ লাগানো উচিৎ।

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!