চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পেল নতুন তিন সদস্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই বছরের জন্য তিন শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে মনোনয়নের এই আদেশ জারি করা হয়।

মনোনয়ন পাওয়া শিক্ষকরা হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম মাইনুল হক মিয়াজী ও ড. নাসিম হাসান।

বর্তমানে সিনেট মেম্বার ও এএফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করা খসরুল আলম কুদ্দুসী এর আগে ২০১০ থেকে ২০১১ পর্যন্ত সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন।

প্রফেসর ড. একেএম মাইনুল হক মিয়াজী বর্তমানে শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক নাসিম হাসানও ২০১০-১১ সালে সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ছিলেন। ওই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বেও ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!