চট্টগ্রাম বিমানবন্দরে ১২ লাখ টাকার সিগারেট ও স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুজন যাত্রীর কাছ থেকে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা দল। উদ্ধারকৃত সিগারেট ও স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে আরব আমিরাতের শারজা থেকে আসা ফ্লাই দুবাইয়ের জি ৯-৫২১ নম্বর ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২৯৪ কার্টন বিদেশি সিগারেট ও অপর এক যাত্রীর শরীর তল্লাশি করে একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক সুমন চাকমা বলেন, ‘ফ্লাই দুবাই নামের বিমানের যাত্রী জিয়াউল হকের কাছ ২৯৪ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৭ লাখ ৩০ হাজার টাকা। একই ফ্লাইটের অপর যাত্রী মামুনের কাছ থেকে ২৩৪ গ্রাম ওজনের (১০ ভরি) একটি স্বর্ণের উদ্ধার করা হয়েছে।’

উদ্ধারকৃত সিগারেট জব্দ করা হয়েছে। তবে ২৩৪ গ্রামের মধ্যে আমদানিযোগ্য ১১৭ গ্রাম স্বর্ণ কর পরিশোধ করে নিয়ে গেছেন মামুন। দুই যাত্রীই চট্টগ্রামের বাসিন্দা। এই ঘটনায় কোন ফৌজদারি মামলা হবে না বলে জানান সুমন চাকমা।

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!