চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ ফেরত যাত্রীর কোমরে মিললো ২৪ স্বর্ণবার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ পিস (প্রায় ৩ কেজি) স্বর্ণবারসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।

জব্দ করা ২৪টি স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই যৌথভাবে শারজাহ থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। এয়ার এরাবিয়ার G9-522 ফ্লাইটে করে শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিনি।

ওই যাত্রী কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিলেন। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘শারজাহ থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। যার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করে ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করা হবে।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!