চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ্ফেরত যাত্রীর পকেটে কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক অভিযানে মো. মিজান উদ্দীন নামের যাত্রীকে আটক করা করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে স্বর্ণবারগুলো চট্টগ্রামে নিয়ে আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ্ থেকে সকাল সাড়ে ৭ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইট জি ৯ -৫২৬ এর যাত্রী থেকে উক্ত স্বর্ণের বারগুলো উদ্ধার হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, যাত্রী মো. মিজান উদ্দীনের গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখেন।

যাত্রী ফোনালাপ করতে করতে ওয়াশরুমে দিকে যাওয়ার সময় জিজ্ঞেসাবাদ করা হয়। এতে তার হাতে রক্ষিত ছোট ব্যাগটি তিনি লুকানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে থাকা স্বর্ণবারগুলো ছোট মানিব্যাগ সদৃশ ব্যাগে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

আটককৃত যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দা ১ হাজার ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবার উদ্ধার করে। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।

এএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!