চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ থেকে এলো যৌন উত্তেজক স্প্রে

চট্টগ্রাম বিমানবন্দরে যৌন উত্তেজক স্প্রে, ওষুধ ও সিগারেট আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাড়ে ১১ টায় শারজাহ থেকে আসা যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটের একাধিক যাত্রীর ব্যাগ তল্লাশি করে।

এ সময় ১৩০ কার্টন সিগারেট আটক করেন। এরমধ্যে ডানহিল ৭৭ কার্টন, ইজি ২০ কার্টন, মন্ড ৪০ কার্টন সিগারেট পাওয়া যায়।

এছাড়া প্রকোমিল স্প্রে ৩৮ পিস, এভেকুইন ক্রিম ৮৩ পিস, রোয়াটিনেক্স ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, পণ্যগুলো আমদানি নীতি আদেশ, ২০১৮-২০২১ অনুযায়ী আমদানি নিষিদ্ধ। যার ফলে এসব বাজেয়াপ্তকরণসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডেপুটি কমিশনার মো. নেয়ামুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরে যৌন উত্তেজক স্প্রে, ওষুধ ও সিগারেট আটক করা হয়েছে। এখানে ট্যাবলেটগুলো মুখের দাগের জন্য ব্যবহার হয় বলে আমরা জানতে পেরেছি। তবে স্প্রে সেক্সুয়াল পণ্য, যা আমদানি নিষিদ্ধ। কাস্টমস এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!