চট্টগ্রাম বিমানবন্দরে ফ্রিতে ফোন করতে পারবে প্রবাসীরা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সুবিধায় দুটি টেলিফোন বুথ বসানো হয়েছে। যেখানে থেকে বিদেশে থেকে আগত প্রবাসীরা ফ্রি কল করার সুযোগ পাবেন। বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভেল হল রুমে বসেছে এ বুথ দুটি। ঢাকার পর চট্টগ্রামে বসলো এ বুথ। আগামী মাসে বসবে সিলেটেও।

জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক যাত্রীরা যাতে আত্মীয়স্বজন ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেজন্য বাংলাদেশ টেলি কমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) এ বুথ দুটি বসিয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শুধুমাত্র বিদেশে থেকে আগত প্রবাসীরা ফ্রি কল করার এ সুযোগ পাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিদেশ থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে অনেক যাত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তাই প্রবাসীদের জন্য এ সুযোগ করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমি সরকারে সংশ্লিষ্ট দপ্তরে পত্র লিখেছি এ ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাই বিটিসিএল যাত্রীদের সুবিধায় এ ব্যবস্থা করে দিয়েছে। এখন থেকে যাত্রীদের আর পরিবারের সঙ্গে যোগাযোগে ভোগান্তি পোহাতে হবে না।

বিটিসিএল’র উপ মহাব্যবস্থাপক বজলুর রশিদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রবাসীরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। তাদের সুবিধার জন্য আমরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে দুটি করে টেলিফোন বুথ বসাচ্ছি। এর আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে, এবার বসানো হয়েছে চট্টগ্রামে। আগামী মাসে বসানো হবে সিলেটে।’

চট্টগ্রাম বিমানবন্দরের প্রবাস থেকে আসা যাত্রীদের কাস্টমস চেকআপ হওয়ার পর যাত্রীরা ফ্রি টেলিফোনের এ সুযোগ পাবেন বলে জানান তিনি।

জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের পরিচালক মো. জহিরুল আলম মজুমদার বলেন, ‘বিশ্বের সব বিমানবন্দরে ফ্রি কল করার সুবিধা পান যাত্রীরা। এটা যাত্রীদের অধিকার। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীরা এ সুবিধা পেতেন না। প্রবাসী যাত্রীদের জন্য এ ব্যবস্থা গ্রহণের দাবি ছিল দীর্ঘদিনের। কারণ যাত্রীদের হাতে মোবাইল থাকে না, ফলে বিমানবন্দরে এসে যোগাযোগ করতে পারেন না পরিবারের সঙ্গে। ফলে নানা ভোগান্তিতে পড়তে হয়। টেলিফোন বুথ বসানোর ফলে প্রবাসীরা আর ভোগান্তিতে পড়বেন না।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!