আচারের ভেতর ইয়াবা/ চট্টগ্রাম বিমানবন্দরে ৮৮০ ইয়াবাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইগামী যাত্রীর কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা বিভাগ।

শনিবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামী যাত্রী আহসানুল সগীর ইয়াবাসহ ধরা পড়েন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, ‘সকাল ১১টার দিকে চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী আহসানুল সগীর ইয়াবাসহ ধরা পড়েন।’

তিনি জানান, ‘ওই যাত্রী প্রথম চেকিংয়ে পার হবার সময় তার ব্যাগেজের একটি কার্টনের ভেতরে আচারের প্যাকেট থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।’

আহসানুল সগীর নামের ওই তরুণকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

এর আগে ১ জুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাগামী এক যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল। বিমানবন্দরে ঢোকার মুখে গাড়ি তল্লাশি গেইটে ওবায়দুর রহমান নামে ওই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। তল্লাশি চালিয়ে ওবায়দুর রহমানের হাতের ব্যাগ ও জুতার ভেতর থেকে ৫ হাজার ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!