চট্টগ্রাম বিমানবন্দরে খেলনার গাড়িতে মিলল ১০ স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। খেলনা গাড়ির ব্যাটারি লাগানোর জায়গায় কালো টেপ মুড়িয়ে আনা হয় এসব স্বর্ণের বার।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যানিংয়ের পর স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

জানা যায়, চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট জেদ্দা হতে বিজি ৪১৩৬ নামীয় ফ্লাইটযোগে আসেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এরপর তার ব্যাগেজ স্ক্যানিংয়ে সন্দেহ হয়। ব্যাগেজে থাকা একটি খেলনার গাড়ির ব্যাটারি লাগানোর জায়গা থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো রঙের স্কচটেপ দিয়ে সুকৌশলে প্যাঁচানো অবস্থায় ছিল স্বর্ণের বারগুলো।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. সালাউদ্দিন রেজভী বলেন, সন্দেহ থাকায় ওই যাত্রীর ব্যাগেজটি খোলা হয়। এরপর খেলনার গাড়ির ব্যাটারি লাগানোর স্থানে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া গেছে।

জব্দ করা স্বর্ণের বারগুলোর বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!