চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি জাহাজ যাবে স্লোভেনিয়ার পোর্ট অব কোপারে

চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্লোভেনিয়ার পোর্ট অব কোপার-এ কন্টেইনার জাহাজ যাবে। দুই বন্দরের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আমন্ত্রণে ইউরোপিয়ন ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়ার পোর্ট অব কোপারের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কন্টেইনার জাহাজ চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রতিনিধি দল আসে। পরে বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এক বৈঠক মঙ্গলবার (২১ জুন) অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রতিনিধি দল বন্দরের জেটিতে বিভিন্ন অপারেশনাল কাজ ঘুরে দেখেন। এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দও সঙ্গে ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহাজাহান বলেন, ‘দেশের অর্থনৈতিক স্বার্থে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপিয়ন ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়ার পোর্ট অব কোপারের জাহাজ সরাসরি যাবে। পণ্য পরিবহনে ট্রান্সশিপমেন্ট বন্দরসমূহ পরিহার করে ইতালি, ইংল্যান্ড, রোটারডেম, ডেনমার্ক, পর্তুগাল ইত্যাদি বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর। এতে বিদেশি ক্রেতাদের সময় এবং খরচ অনেক কমবে। বর্তমানে স্লোভেনিয়ার পোর্ট অব কোপারের সঙ্গে সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগকে সফল করতে চট্টগ্রাম বন্দর সম্ভাব্য সকল সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’

স্লোভেনিয়ার পোর্ট অব কোপারের বাণিজ্যিক পরিচালক এইচ ই মিটজা ডুজক( H E Mitja Dujc) বলেন, ‘পরিবহনে পোর্ট অব কোপার বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ পরিচালনা হলে সময় ও অর্থ অনেক সাশ্রয় হবে। এতে রপ্তানি বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধি পাবে। পূর্ব ও মধ্য ইউরোপে বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্যে বিশাল সম্ভাবনা উন্মুক্ত হবে। সরাসরি পণ্য পরিবহনের ক্ষেত্রে পোর্ট অব কোপার বন্দরের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।’

বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক করার জন্য সরাসরি জাহাজ চলাচলের কোনো বিকল্প নেই। ট্রান্সশিপমেন্ট বন্দরসমূহের সময়ক্ষেপণ ও জাহাজজট এড়ানোর লক্ষ্যে এবং সময় ও খরচ কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রপ্তানিতব্য দেশসমূহে পণ্য পাঠানোর নতুন দ্বার উন্মোচন হচ্ছে।’

স্লোভেনিয়ার পোর্ট অব কোপারের ম্যানেজার সেলস বোরুত সেম্রল (Borut Semrl), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি কবির আহমেদ, বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও প্লানিং) মো. জাফর আলম, ডেপুটি কনজারবেটর ক্যাপ্টেন ফরিদুল আলম, ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন, বিজিএমইএ সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পোর্ট অব কোপারের প্রতিনিধি স্লোভেনিয়ায় বাংলাদেশের অনারারী কনসাল এইচ ই মিহা গ্রোজনিক, ঢাকায় স্লোভেনিয়ার কনস্যুলেটের পক্ষে সাদেকুল কবির ও এম জাহিদ আহমেদ বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন (বাফা) সহসভাপতি খায়রুল আলম সুজন বৈঠকে উপস্তিত ছিলেন।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!