চট্টগ্রাম বন্দরে রেড অ্যালাট বেড়ে ৪, কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ

চট্টগ্রাম বন্দরে রেড অ্যালাট ৪ জারি করা হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের কর্মস্থলে স্ট্যান্ডবাই থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২০ মে) সকাল থেকে আবহাওয়া অফিস ৯ বিপদ সংকেট দেখিয়ে যেতে বলার পর বন্দরের অ্যালাট বৃদ্ধি করে ৪ এ নিয়ে আসা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম ও উদ্ধার টিম। খোলা হয়েছে দুটি কন্ট্রোল রুম। নিন্ম এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার কাজও করছে বন্দর।

এদিকে, অ্যালাট ৩ জারির সাথে সাথে চট্টগ্রাম বন্দরে জেটি থেকে ১৯টি, বহির্নোঙর থেকে ৫১টি জাহাজ গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে। গ্যান্ট্রিক্রেনের বুম উপরে তোলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে জেটিতে নদীর কাছাকাছি রাখা কনটেইনারগুলো।

ছোট জাহাজ কর্ণফুলী সেতুর উজানে আর বড় জাহাজ কুতুবদিয়া মাতারবাড়ি সরে নেওয়া হয়েছে।

বন্দর চ্যানেলে অবস্থানরত অভ্যন্তরীণ জাহাজ ও ছোট ছোট নৌযানগুলোকে কর্ণফুলী শাহ আমানত সেতুর উজানে কালুঘাট এলাকায় চলে গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের তথ্যমতে নিরাপত্তার কথা বিবেচনা করে বড় জাহাজকে সাগরে পাঠানো হয়েছে। সোমবার বিকেল থেকে বন্দর কর্তৃপক্ষ শুধু ঘুর্ণিঝড় আম্ফান মোকাবিলার কাজে নিয়োজিত আছে।

তিনি বলেন, সাগরে পানির লেভেল ২ মিটারের মতো বৃদ্ধি পেয়েছে। যা জোয়ারের সময় আরও বাড়তে পারে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!