চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট উঠলো তিনে, খালি হচ্ছে জেটি

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান সতর্কতায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিজস্ব সংকেত ‘রেড অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল ৪টায় ৬ নম্বর বিপদ সংকেতের পর এ অ্যালার্ট জারি করা হয়। রেড অ্যালার্ট ৩ জারির পর বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং বন্দরের জেটি থেকে জাহাজ খালি করা হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় দুটি কন্টোল রুল চালু করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বন্দরে আসা ছোট জাহাজগুলো কর্ণফুলী সেতুর উজানে আর বড় জাহাজগুলো কুতুদিয়া-মাতারবাড়ি চ্যানেলে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সব জাহাজে সার্বক্ষণিক ইঞ্জিন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১৭ মে) জরুরি সভা করে কিছু নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর। সভা থেকে ৫ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।

চট্টগ্রাম বন্দরের উপ-পরিচালক ক্যাপ্টেন ফরিদ উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঘুর্ণিঝড় আম্ফানের পূর্বপ্রস্তুতিমূলক সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে বন্দরে রেড অ্যালাট ৩ জারি করা হয়েছে। এছাড়া বন্দরের তথ্য আদান সার্বক্ষণিক চালু থাকবে। জেটি খালি করতে কাল মঙ্গলবার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে আমরা পূর্বপ্রস্তুতিমূলক সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!