চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিলাসবহুল ‘রেন্জ রোভার’ গাড়ি জব্দ

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের ভেতর থেকে জব্দ করা হয়েছে একটি বিলাসবহুল গাড়ি।

 

সোমবার সকালে বন্দরের ১ নম্বর ইয়ার্ড থেকে গাড়িটি জব্দ করে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তাচচরা। জব্দকৃত গাড়িটির মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বলে জানানো হয়।

 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, ২০১৩ মডেলের ৩০০০ সিসির গাড়ি আনার ঘোষণা দিয়ে ২০১৪ মডেলের ৫০০০ সিসির রেঞ্জ রোভার ব্র্যান্ডের লাল রংয়ের বিলাসবহুল এই গাড়িটি আমদানি করেছেন রিয়াজ মোহাম্মদ খান নাম।

 

তিনি বলেন, এই গাড়িটি খালাস হলে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতো সরকার। ফলে গোপন তথ্য মতে কন্টেইনারের ভেতর থেকে এ বিলাসবহুল গাড়িটি জব্দ করা হয়েছে। ইউ ব্যাগেজে করে গাড়িটি আনা হলেও বর্তমানে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানালেন শামীমুর রহমান।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!