চট্টগ্রাম বন্দরে কোটি টাকার সিগারেট ধরা, টেক্সটাইল পণ্যের নামে জালিয়াতি

চট্টগ্রাম বন্দরে ঢাকা ইপিজেডের জং সিন টেক্সটাইল লিমিটেডের এক কন্টেইনার সিগারেট জব্দ করেছে কাস্টমস। এসব সিগারেটের মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এতে ৭ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

জানা গেছে, ঢাকার সাভার ইপিজেডের জং সিন টেক্সটাইল লিমিটেড এক কন্টেইনার বিদেশি ব্র্যান্ডের সিগারেট আনে চীন থেকে। তবে চালানে ঘোষণা করা হয় ‘টেক্সটাইল ড্রাই স্টাফ’ হিসেবে। গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার পণ্যের চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে। এতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়।

এর মধ্যে ৮৪৯ প্যাকেটে মোট ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এতে রাজস্বের পরিমাণ প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার উপ-কমিশনার সাইফুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঢাকা সাভারের ইপিজেডের জং সিন টেক্সটাইল লিমিটেড চট্টগ্রাম বন্দরে এনেছে এক কন্টেইনার সিগারেট। যার মুল্য ১ কোটি ২০ লাখ টাকা। এতে রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা।’

এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!