চট্টগ্রাম বন্দরে কনটেইনার জটে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জটে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কনটেইনার জট কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিল্পপতি ও মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান।

বিবৃতিতে খলিলুর রহমান বলেন, ‘চট্টগ্রাম বন্দরে ধারন ক্ষমতার বাইরে প্রায় ৪ হাজার কন্টেইনার জমে গেছে এমন খবরে ব্যবসায়ী মহলে উদ্বেগ ও উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে আমদানি পণ্যের চালান সময় মতো ডেলিভারি না হলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। সেই সাথে পণ্যের মূল্য বৃদ্ধি, দেশীয় শিল্প উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হলে রপ্তানির ক্ষেত্রেও এর মারাত্মক ক্ষতিকারক প্রভাব পড়তে পারে।বিশেষ করে পোষাক শিল্পের শিপমেন্ট বিঘ্নিত হলে বিদেশি ক্রেতারা অর্ডার বাতিলও করতে পারে। এর ফলে রপ্তানিকারক পোষাক শিল্পের মালিকগণ ক্ষতিগ্রস্ত হবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমদানি পণ্যের কন্টেইনার জট দ্রুত ডেলিভারি এবং অফডকে রপ্তানিযোগ্য কন্টেইনার শিপমেন্ট স্বাভাবিক করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টক হোল্ডারগণের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে জোরদার করা প্রয়োজন। তাহলেই ব্যবসায় বাণিজ্যের গতি ফিরে আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তরান্বিত হবে বলে মনে করেন চট্টগ্রাম মেট্রোপলিটন খলিলুর রহমান।’

এ বিষয়ে বক্তব্য নিতে বারবার যোগাযোগ করা হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ও পরিচালক (পরিবহন) মুঠোফোন রিসিভ করেননি।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!